Perfect Money বা Payoneer এ ফ্রিতে একাউন্ট খুলতে চাইলে অবশ্যই আপনার ঠিকানা যাচাই (Address Verify) করতে হবে। আর বাংলাদেশী ঠিকানা যাচাই করার জন্য ঢাকা পাওয়ার সাপ্লাই লিমিটেড এর বিল দিয়ে ভেরিফাই করতে হবে কারন, আমাদের লোকাল এলাকার বিলগুলো বাংলায় লেখা থাকে তাই ইংরেজি লেখা বিল দিয়ে ভেরিফাই করতে হবে। সর্বপ্রথম নিচের লিংকে যেতে হবে।বিল ফর্ম লিংক- https://www.dpdc.org.bd/service/ebillএবার লিংকে গিয়ে সালের যায়গায় 2017 এবং জানুয়ারি মাস সিলেক্ট করে কাস্টমার নাম্বার 23075807 দিয়ে সার্চ আইকনে ক্লিক করুন। এবার দেখুন একটি বিদ্যুৎ বিল চলে এসছে। এখন বিলের উপর মাউস এর ডান কর্ণারের বাটনে ক্লিক করে নিচে লেখা Inspect বাটনে ক্লিক করুন।
এখন ডান পাশে কোড আর বাম পাশে বিল ফর্মটি দেখতে পাবেন। ডান পাশে যেখানে মাউস রাখবেন, বাম পাশে সেখানেই মার্ক হবে। অর্থাৎ আপনি সেখানেই ইডিট করতে পারবেন।পাওয়ার সাপ্লাই কোম্পানীর নাম, আপনার নাম, ঠিকানা, বর্তমান তারিখ, পূর্বের বিল পরিশোধের তারিখ, মিটার নাম্বার, কাস্টমার নাম্বার ইত্যাদি পরিবর্তন করে নিন।
এখন বিলের স্ক্রিনশট নিয়ে কালার প্রিন্ট করে একটি ব্যাংক এর সীল বানিয়ে নিজেই স্বাক্ষর করে দিন। তারপর আপনার মোবাইল দিয়ে পরিস্কার করে ছবি তুলুন যেনো জুম করলে বোঝা যায়।
এবার আপনার ঠিকানা যাচাই কাজে ব্যবহার করুন।
অথবা ভিডিও দেখে নিযেও করতে পারবেন-
This post gives clear idea designed for the new viewers of blogging, that truly how to do blogging and site-building. Marline Filippo Elnar
good
Hello, after reading this amazing post i am as well delighted to share my knowledge here with mates. Vin Reggie Cimah
thanks
Way cool! Some very valid points! I appreciate you penning this article plus the rest of the website is also really good. Jaine Julie Wyatt