পেওনিয়ারের মাধ্যমে আর পারিশ্রমিক ...
“আসলে কিভাবে আপনি আপনার একাউন্টি ভেরিফাই করতে পারবেন” তাহলে চলুন দেরি না করে শুরু করে দিয়ে আজকের আলোচনা।
প্রথমতঃ আপনার কার্ড যদি না থাকে সে ক্ষেত্রে আপনি আপনার পরিবারের যে কারো কার্ড ব্যবহার করতে পারেন।
যেমনঃ যদি আপনার কোন বড় ভাই থাকে বা বড় বোন থাকে বা আপনার আম্মু আব্বুর কার্ড আপনি ইউজ করতে পারবেন ভেরিফাই করার জন্য।
তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যাংক অ্যাকাউন্ট যদি সেইম নাম থাকে তাহলে অবশ্যই সেইম ইনফরমেশন দিয়ে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলবেন।
এর পরে আপনি আপনার ইনফরমেশন গুলো দিয়ে অবশ্যই সাবমিট করবেন, আর যখন আপনি কেওয়াইসি ভেরিফাই করতে যাবেন,
তখন যে ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল এর কপি আপনাকে সাবমিট করতে হবে সে ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে,
আপনার সব ইনফরমেশন গুলো কার্ডের সাথে মিল আছে কিনা এবং যে ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট এর সব ইনফরমেশন গুলো একদম ঠিকঠাক আছে কিনা,
যদি থাকে তাহলে সেগুলো নিয়ে সাবমিট করলে আশা করি 
48/36/24 ঘন্টার মধ্যে অবশ্যই তারা ভেরিফাই করে দেবে ইনশাহ আল্লাহ্‌ ।

যদি কোন ইনফরমেশন চায় সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে তাদের হেল্প করতে হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে তারা আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই করে দেবে।

আপনাকে এখন কিছু উপদেশ দেই সেগুলো পালন করার চেষ্টা করবেন।

কোন ক্লায়েন্টের সাথে কোন খারাপ বিহেভ করবেন না। কারণ খারাপ আচরণ করলে আপনার আইডিতে খারাপ ফিডব্যাক পাবেন সেটা আপনি নিজেই দেখতে পারবেন।
ক্লায়েন্ট বা আপনি যার সাথে খারাপ ব্যবহার করছেন সে অবশ্যই আপনাকে আর সামনের দিনে আপনাকে হায়ার করবে না । এমনকি তার পরিচিত যদি কেউ চায় যে,
এখান থেকে কাজ করিয়ে নেবে সে ক্ষেত্রে কিন্তু আপনাকে যে ক্লায়েন্ট টা মনে রেখেছিল, সে কিন্তু তার বন্ধুর কাছে বা পরিচিত কারো কাছে আপনাকে রেকোমেন্ড করবেনা।
এতে কি হলো? এতে আপনার নিজেরই ক্ষতি হলো। এটা সব বাংলাদেশি ফ্রিল্যান্সারদের উপরে একটা নেগেটিভ প্রভাব আসতে পারে। তারা অবশ্যই চাইবে না দ্বিতীয় কোন বাঙালি তার সাথে ঐরকম ঘটুক ।
এইজন্য তারা বাঙালি ফ্রিল্যান্সারদের অভয়েড করার চেষ্টা করবে।
সুতরাং, সবার সাথে সুন্দর ব্যবহার করুন, আপনার প্রফেশনালিজম বজায় রাখুন। ক্লায়েন্ট যদি রেগে গিয়ে আপনাকে দু-একটা কড়া কথা বলে ফেলে সে ক্ষেত্রে আপনাকে সংযত রাখতে হবে নিজেকে।
কারণ আপনি প্রফেশনাল এটা বোঝাবেন আপনার ব্যবহারের মাধ্যমে। আপনার কথার মাধ্যমে। আপনার কথার টন তাকে বুঝিয়ে দেবে আসলে আপনি কোন লেভেলের, ঠিক আছে?
যদি আপনি ব্যবহার খুব খারাপ করেন তাহলে অবশ্যই সে আপনাকে খারাপ ভাবেই দেখবে। আর যদি ব্যবহার ভালো রাখেন
তাহলে অবশ্যই আপনাকে ভালোর দিকে রাখবে বুঝতে পেরেছেন আশা করি?
সুতরাং, আপনারা প্রফেশনালিজম বজায় রেখে তার সাথে চ্যাট করে যাবেন।
তবে আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোন পোস্টে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, নিজের যত্ন করবেন, বেশি বেশি হাত ধোবেন, মাস্ক পরিধান করবেন, পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.