Search Engine Optimization (SEO) সব থেকে বেশী ভূমিকা রাখে একটি সাইটের ক্ষেত্রে। যদি আপনার SEO রেজাল্ট করতে চান তবে এদিকে নজর দেওয়া বেশী জরুরী।

SEO Tools নিয়ে যদি কাজ করতে চান তবে আর্টিকেল টি আপনার জন্য।ওয়েবসাইটের ট্রাফিক পাওয়ার জন্য মূল হাতিয়ার হলো Search Engine Optimization.

ধরুন আপনি একটি ওয়েব সাইট বানিয়েছেন এবং আপনি তা সবার মাঝে ছড়িয়ে দিতে চান তখন আপনি নিশ্চই তা ফেসবুক ,টুইটার ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করে থাকেন আর তখন আপনার শেয়ার করা জিনিসটি যার ভালো লাগে সে এসে ঘুরে যায় আর এতে আপনি কিছু ভিজিটর পান।
 
আর আপনি যদি SEO করেন তবে আপনার সাইটে থাকা কন্টেন্ট গুলো যদি কেউ সার্চ ইঞ্জিনে সার্চ করে তবে আপনার সাইট টি সার্চ ইঞ্জিনগুলো তাদের সামনে তুলে ধরবে এতে আপনি পেতে পারেন ভালো পরিমানের ট্রাফিক মানে ভিজিটর।
আপনার সাইটে অসংখ্য ভিজিটর পেতে হলে SEO সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ভালো মানের কন্টেন্ট থাকতে হবে। 
SEO Tools আপনার কাজ গুলোকে সহজ করে দেয়। যদি আপনি SEO নিয়ে রিসার্চ করতে চান তবে দেখতে থাকুন পুরো আর্টিকেল টি।

 Article Rewriter

আর্টিকেল এর সকল কিছু একই থাকবে তবে যে শব্দ ব্যবহার করা হয়েছে তার Alternative  synonym ব্যবহার করে আর্টিকেল টিকে গুছিয়ে দিবে।
 
 

 Plagiarism Checker

আপনার কন্টেন্ট কপি পেস্ট মুক্ত কিনা তা যাচাই করার জন্য সেরা একটি অনলাইন SEO Tools.
যা অনলাইন ঘেটে দেখতে সক্ষম একই আর্টিকেল অন্য কোথাও রয়েছে কিনা।
 

Backlink Maker

Backlink তৈরী করার জন্য High Rank এর সাইট টার্গেট করতে হয়। আর এই Backlink অন্য সাইট থেকে আপনার সাইটে ভিজিটর আনতে সহায়তা করে। আপনি যদি Backlink তৈরী করা সম্পর্কে না জানেন তবে আপনি SEO Tools এর Auto Backlink Maker ব্যবহার করতে পারেন।

Meta Tag Generator

সাইটের Meta Tag এর জন্য আপনি পেতে পারেন Searc Engine এ ভালো পজিশন। তবে আপনি যদি Meta Tag তৈরী করতে না পারেন তবে generate করে কাজ চালাতে পারবেন।

 Meta Tag Analyzer

যে কোন সাইটের Meta Tag জানতে কিংবা Meta Tag ঠিক আছে কিনা দেখতে এই SEO Tools ব্যবহার করে দেখতে পারেন।

 Keyword Position Checker

Keyword নির্বাচন এর ফলে আপনি পৌছে যেতে পারেন Google Search Engine এর প্রথম পৃষ্ঠায়।
তাই আপনার ব্যবহার করা Keyword গুলোর Position জানতে Use করতে পারেন।

 Robot.txt Generator

সাইটের জন্য Robot.txt যদি তৈরী করতে না পারেন তবে এটা আপনার জন্য। Robot.txt এর মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন গুলোর Bot Search Performance নিয়ন্ত্রন করতে পারবেন।

XML Sitemap Generator

সবগুলো পোষ্ট সার্চ ইঞ্জিন গুলোতে সাবমিট করার জন্য Sitemap অত্যন্ত দরকারী। তবে আপনি যদি Sitemap বানাতে না জানেন তবে Auto Generate করে নিন।

Backlink Checker

যে কোন সাইটের কত গুলো Backlink আছে তা জানতে অনেক উপকারে আসে। আর খুব সহজেই সাইটের নাম দিয়ে সাবমিট করে জেনে নিতে পারবেন Backlink এর তথ্য।
 

Alexa Rank Checker

Alexa Rank যেখানে সকল সাইটের Rank সম্পর্কিত তথ্য পাওয়া যায়। সহজেই জেনে নেওয়া যাবে সাইটের World Rank কিংবা Country Rank.
 

Word Counter

আপনার লেখা আর্টিকেল টিতে কতগুলো Word ব্যবহার করেছেন জানতে হলে Word Counter আপনার কাজে পৌছাতে পারে।
 

Online Ping Website Tools

আপনার সাইটে Ping পাঠাতে চেখে দেখতে পারেন Online Ping Website Tools. যা অনেকগুলো সাইট থেকে আপনার সাইটে Ping পাঠাতে সক্ষম।
 
 

Link Analyzer

যে কোন সাইটের যে কোন Page এর internal, external, no-follow ইত্যাদি তথ্য গুলো জানতে Use করুন এই SEO Tools টি।

My IP Address

আপনার IP Address সহ আরো কিছু তথ্য জানতে ব্যবহার করতে পারেন এই Tools টি।
 

Keyword Density Checker

যে কোন লিংক এর Keyword এবং তার Density জানতে সাথে তার আরো কিছু তথ্য জানতে ব্যবহার করতে পারেন।
 

Google Malware Checker

অনেক সময় দেখা যায় সাইট টি নিরাপদ নয় এরকম ম্যাসেজ আসে। আর তা অনেক কারনেই হতে পারে। তবে আপনার সাইট Safe কিনা তা জানতে ব্যবহার করতে পারেন গুগলের এই Tools.
 

Domain Age Checker

এর মাধ্যমে যে কোন Domain এর বয়স সম্পর্কিত তথ্য জানা যাবে। 
 

Whois Checker

যে কোন Domain এর বিস্তারিত সকল তথ্য জানার জন্য Whois Checker এর তুলনা নেই। চাইলে আপনিও জেনে নিতে পারবেন তাদের অনেক তথ্য।
 

Domain into IP

যে কোন Domain এর IP জানার জন্য শুধু মাত্র নাম বসিয়ে সাবমিট করে দিন আর তথ্য নিয়ে নিন।
 

URL Rewriting Tool

link বা url কে Rewrite করার সাজেশন নিতে চেখে দেখুন এই SEO Tools টি।
 
 
 

www Redirect Checker

আপনার Domain টি www দিয়ে Redirect ঠিকমত হচ্ছে কিনা তা চেক করে নিতে পারবেন।
 

MozRank Checker

আপনার সাইট টির MozRank জানার জন্য ব্যবহার করা যেতে পারে এই Tools টি।
 

URL Encode / Decode

যে কোন লিংক Encode কিংবা Decode করার জন্য তৈরী SEO Tools টি আপনিও চাইলে দেখতে পারেন পরখ করে।
 

Server Status Checker

সার্ভার এর গতিবিধি জানতে ব্যবহার করে দেখতে পারেন এই Tools টি
 
 
 

Webpage Screen Resolution Simulator

যে কোন সাইটের নির্দিষ্ট Screen Size দিয়ে ভিজিট করতে চাইলে দেখে নিতে পারেন এই Tools.
 

Page Size Checker

  যে কোন লিংক এর Page Size কত তা জানতে Page Size Checker ব্যবহার করে দেখতে পারেন।
 

Reverse IP Domain Checker

যে কোন Domain এর Reverse IP আছে কিনা তা যাচাই করতে পারেবেন।
 

Blacklist Lookup

অনেক সময় Domain সাসপেন্ড হয়ে যায় Black List হওয়ার কারনে। তাই যদি জানতে চান আপনার Domain Black List হয়েছে কিনা তাহলে ব্যবহার করুন।
 
 

Suspicious Domain Checker

আপনার Domain টি চেক করে নিতে পারেন এন্টিভাইরাস ইঞ্জিন দ্বারা আর জেনে নিতে পারেন তা নিরাপদ আছে কিনা।
 

Link Price Calculator

যে কোন লিংক এর দাম যাচাই করার জন্য রয়েছে এই SEO Tools টি। যা দিয়ে জানা যাবে যে কোন লিংক এর মূল্য।
 

Website Screenshot Generator

যে কোন ওয়েবসাইটের চিত্র নেওয়ার জন্য রয়েছে এই Screenshort Generator.
 

Domain Hosting Checker

যে কোন Domain এর Hosting সম্পর্কে জানতে ব্যবহার করুন এই SEO Tools.
 

Source Code of Webpage

Web Page এর Source Code কিংবা কোড দেখার জন্য এই টুলস টি ব্যবহার করতে পারেন।
 

Google Index Checker

গুগল সার্চ ইঞ্জিনে লিংক Index হয়েছে কিনা তা জানার জন্য ব্যবহার করা যেতে পারে।
 

Website Links Count Checker

আপনার ওয়েবসাইটের লিংক কতগুলো আছে তা জানতে আপনাকে সাহায্য করবে।
 

Class C Ip Checker

যে কোন সাইটের Class C Ip জানার জন্য এই টুলস ব্যবহার করা হয়ে থাকে।
 

Online Md5 Generator

যে কোন লেখাকে Md5 Hash Generate করতে এই টুলস টি ব্যবহার করা যেতে পারে।
 

Page Speed Checker

যে কোন Page এর Loading Speed জানার জন্য এই টুলস টি ব্যবহার করা হয়।
 

Code to Text Ratio Checker

যে কোন পেজ এর Code থেকে Text Ratio জানার জন্য এই SEO Tools ব্যবহার হয়ে থাকে।
 

Find DNS records

DNS Record বের করতে চাইলে এই Tools টি অনেক কাজের নিজেই চেক করে দেখতে পারেন।
 

What Is My Browser

আপনার Browser সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য এই Tools টি Use করতে পারেন।
 

Email Privacy

Email Privacy ঠিক আছে কিনা তা যাচাই করতে চাইল Tools টি ব্যবহার করে দেখুন।
 

Google Cache Checker

জেনে নিতে পারবেন আপনার ডোমেইন Google ঠিকমত Cache হচ্ছে কিনা এবং শেষ কবে Cache করা হয়েছে।
 

Broken Links Finder

সাইটের কোন লিংকে সমস্যা রয়েছে কিনা তা যাচাই করতে ব্যবহার করা হয়ে থাকে।
 

Search Engine Spider Simulator

এই SEO Tools এর মাধ্যমে যে কোন সাইটের নারী নক্ষত্র সম্পর্কে দেখে নিতে পারবেন।
 

Keywords Suggestion Tool

আপনি যদি Keyword নিয়ে Expert না হয়ে থাকেন তবে ধারনা নিতে ব্যবহার করা যেতে পারে।
 

Domain Authority Checker

যে কোন Domain এর Authority জানার জন্য ব্যবহার করে দেখতে পারেন।
 

Page Authority Checker

আপনি চাইলে সার্চ করে দেখতে পারবেন আপনার কাংখিত Page Authority Score.
 

Pagespeed Insights Checker

যে কোন লিংক দিয়ে চেক করে দেখতে পারবেন তার Loading Speed এবং অন্যান্য সকল কিছু Chart আকারে।
 
 
আপনি যদি Android ব্যবহারকারী হন তবে চাইলে নিচের Apk ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন সকল Tools গুলো নিয়ে ঘাটাঘাটি করার জন্য।
 
 
(Size – 77 KB)
 
 
আর আপনি চাইলে যে কোন ব্রাউজার দিয়ে টুলস গুলোতে কাজ করতে পারবেন নিচে লিংক।
 
 
 
শেষ প্রান্তে চলে এসেছি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে বসবেন না কিন্তু। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.