কম্পিউটারের হার্ড ডিস্কে আমরা নিত্যদিনের প্রয়োজনীয় ডাটা এবং ফাইল সংরক্ষণ করি।তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি হার্ডওয়্যার। হার্ড ডিস্কে আমরা এমন সব গুরুত্বপূর্ণ তথ্য রাখি যা হয়তো আমাদের অতীব জরুরী।কিন্তু কোনোভাবে যদি পিসির এই অংশ অনাকাঙ্কিতভাবে নষ্ট হয়ে যায় তাহলে কী ঘটবে? কী ঘটবে না ঘটবে সটা আপনারাই অনুধাবন করতে পারবেন।তবে আপনারা যাতে এই ধরনের বিপদে না পড়েন মূলত তার জন্যই আমার এই টিউন। এ ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আজ আপনাদের সাথে একটি অসাধারণ এওয়ার্ড উইনিং সফটওয়্যার শেয়ার করছি।

হার্ড ডিস্ক সেন্সিনেল
“””””””””””””””””””””””
হার্ড ডিস্কের সকল ধরনের তথ্যই আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে পাবেন।তাছাড়া হার্ড ডিস্কের সঠিক রক্ষণাবেক্ষণ, যত্ন-আতি করতে হার্ড ডিস্ক সেন্সিনেলের বিকল্প নেই।তবে দামও কিন্তু কম নয়। 35$। দাড়ান…দাড়ান… কোথায় যাচ্ছেন? আমি আপনাদেরকে সফটওয়্যারটি ফ্রি দেব।

কেন হার্ড ডিস্ক সেন্সিনেল ব্যবহার করবেন? কারণ এটি-
রিয়েল টাইম হার্ড ডিস্ক
ড্রাইভ (HDD) এবং সলিড স্টেট
ডিস্ক (SSD) অবস্থা
পর্যবেক্ষণ করে ফলাফল প্রদান করবে।
হার্ড ডিস্কের স্বাস্থ্য,
তাপমাত্রা বা কর্মক্ষমতা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নটিফিকেশন বারে শো করবে।
হার্ড ডিস্কের খুটিনাটি সমস্যা ডিটেক্ট করে ফিক্স করবে।
হার্ড ডিস্ক ফেইলার সম্পর্কিত বার্তা প্রদর্শন করবে।ফলে আপনি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে পারবেন।
এতে রয়েছে অটোমেটিক এবং ম্যানুয়াল ডাটা ব্যাকাপ অপশন।

আপনার পিসির হার্ড ডিস্ক কত দিন পর্যন্ত ভালো থাকবে, ব্যাড সেক্টর কী পরিমাণে আছে তাও এই সফটওয়্যারের মাধ্যমে জানা যাবে।
এছাড়াও Hard Disk Summary
Hard Disk Number,1
Interface,USB
Hard Disk Model ID,
Hard Disk Revision,
Hard Disk Serial Number, Hard Disk Total Size,
Properties, S.M.A.R.T, রিমোট কন্ট্রোলিং, এডভান্সড হার্ড ডিস্ক কন্ট্রোলসহ এতে আরও অনেক ফিচার রয়েছে যা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।
তাহলে আর দেরী কেন? ডাউনলোড করতে নিচের লিংকে ঝাঁপিয়ে পড়ুন 

   Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.